রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে কম্বল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাঙামাটির ট্রাইবাল আদাম এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পরিবারটি চরম দুর্ভোগের মুখে পড়ে।
মানবিক সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সাকিল, ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মোঃ মঈনুল ইসলাম পলাশ, যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীরসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।


















