রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী রিফিউজি পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) স্কুল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটি’র সভাপতি মো: সেলিম (বাপ্পা) সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সহ সভাপতি মো: হানিফ, ওয়েলফেয়ার এর পরিচালক মো: সাগর, পাহাড়ীকা পাবলিক স্কুলের পরিচালক এবং নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মংসাথোয়াই চৌধুরী পাভেল, পাহাড়ীকা পাবলিক স্কুলের পরিচালক মো শামসু, মো: সাগর, মো: হানিফ, মো জাহাঙ্গীর আলম ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তপন কান্তি দে এবং কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি রতন চন্দ্র দাশ।


















