সুমন্ত চাকমা, জুরাছড়ি।
রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে।
করোনা মহামারির ব্যবসা চাঙ্গা করতে ব্যতিক্রম উদ্যোগ নেয় যক্ষা বাজারের এক তরুন ব্যবসায়ী। শীতকালীন বিশেষ অফার হিসেবে লাকী কুপন আয়োজন করে যক্ষা বাজারের মেসার্স আবছার স্টোর প্রোভাইডার আবছার।
তিনি পেট্রোমেক্স ডিলার রাঙামাটির সহযোগিতায় কুপনের নিয়ম ছিল মেসার্স আবছার স্টোর থেকে সাতশ টাকার যে কোন পন্য কিনলে ১ টি ফ্রি কুপন, রিপল গ্যাস কিনলে ১টি কুপন, সিলিন্ডারসহ গ্যাস কিনলে ২টি কুপন, গ্যাস, সিলিন্ডার চুলা কিনলে ৩টি কুপন পাওয়া যেত।
এসব কুপনের প্রথম পুরস্কার ১টি ফ্রিজ, ২য় পুরস্কার ১টি ২৪ ইঞ্চি এলইডি টিভি, ৩য় পুরস্কার ১টি স্মার্ট ফোন, ৪র্থ পুরস্কার সিলিন্ডার গ্যাসসহ ডবল চুলা, ৫ ম পুরস্কার সিলিন্ডার গ্যাস ১টি, ৬ষ্ঠ সান্তনা পুরস্কার খালি সিলিন্ডার ৫টি।
বিকাল সাড় ৩টায় আবছার স্টোর ফটকে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি তপন কান্তি দের সভাপতিত্বে ড্র পরিচালনা করেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা ও নব নির্বাচিত চেয়ারম্যান ইমন চাকমা। এ সময় যক্ষা বাজারের ব্যবসী ও উৎসে পরা মানুষের সমাগম হয়।
লাকী কুপন ড্র প্রথম ১০৫৫, ২য় ১৫৮, ৩য় ২০২, ৪র্থ ১৫৩০, ৫ম ১৬৪৩, ৬ষ্ঠ ১৩৬০, ৭ম ১৬৬, ৮ম ১৫৪৯, ৯ম ১৪৪৯, ১০ম ১০১২ নাম্বার।
তাদের মধ্যে প্রথম পুরস্কার ১০৫৫ বালুখালী মূখ পাড়ার এক সহকারি শিক্ষক পান।
এ সময় তাকে প্রথম পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।