কক্সবাজারের টেকনাফের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়েছেন ৩৫ সাঁতারু। শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত দৈর্ঘ্যরে চ্যানেলটি পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম লিখিয়েছিলেন। তাদের মধ্যে ৩৫ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু হয়। সাঁতার উদ্বোধনে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দীন।
সেন্টমার্টিন উত্তর সৈকতে পৌঁছে সাঁতার শেষ করবেন প্রতিযোগীরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ এই প্রতিযোগিতার আয়োজন করেন।
এবার বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাইফুল ইসলাম রাসেল। এই প্রতিযোগিতায় ৫ ঘন্টা ০৫ মিনিট ধরে সাতার কেটে শেষ করা রাঙামাটি সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী “হাফিজুর রহমান” ৪র্থ স্থান অর্জন করেন। এ উপলক্ষ্যে রাঙামাটি সরকারি কলেজ প্রশাসন একটি সংবর্ধনার আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনোয়ার কবির, শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া। তাছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক সামনে যেকোনো প্রতিযোগিতায় হাফিজুর রহমানের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।


















