রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে আলেখ্যং এলাকায় আকলু তঞ্চঙ্গ্যা জংলী জানোয়ার সজারুর আক্রনের স্বীকার হয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, তাকে ডাক্তারের সহযোগিতায় সিনিয়র নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা অপারেশন করে সজারুর কাটাটি বের করে দেন। এসময় তাকে সহযোগিতা করেন সিনিয়র নার্স শিরিন শিলা ও জুবাইদা জাহান।
জানা গেছে, প্রতিরাতে সজারু পালটি শস্য ক্ষেতে ফসল খেয়ে নষ্ট করছে। নিরিবিলি পেয়ে শস্য ক্ষেতের পাশে গর্ত করে বাসা বেঁধেছে। একপর্যায়ে মালিক জানতে পেরে তাদের ধরার জন্য একগর্তে ফাঁদ ও অন্যগর্তে ধোঁয়া ও কোদাল দিয়ে মাটি কাটার সময় সজারুটি হঠাৎ আকলু দিকে আসে। এমন সময় সে সজারুটি মারার চেষ্টা করলে উল্টো তাকে কাটা মেরে পালিয়ে যায়। আর কয়েকটি কাটা মারলেও একটি কাটা তার পায়ের ভিতরে ডুকে ভেঙ্গে যায়। পরে কাটাটি বিভিন্ন জায়গায় গিয়ে বের করতে না পারলে হাসপাতালে নিয়ে আসা হলে অপারেশন মাধ্যমে বের করতে সক্ষম হন। একলু জানান, ভাগ্য ভালো কাটাটি পায়ে মেরেছে যদি পেটে মারতো তাহলে জীবন টাও চলে যেতো।


















