পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর আয়োজনে বিশ্ব হাতি দিবস ২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য পদ যাত্রা ও আলোচনা সভা শুক্রবার সকালে কাপ্তাই শিলছড়ি বালুর চর এলাকায় বন বিভাগের প্রশান্তি পার্কে অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাঙ্গামাটি অশ্রেণীভূক্ত বনাঞ্চল বণীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম আব্দুল ওয়াদুদ।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, কাপ্তাই সিএমসি’র সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লোকমান আহমদ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বন্যহাতি আমাদের জাতীয় সম্পদ। বয়স্ক ও বাচ্চা সহ আনুমানিক ৪৬টি বন্যহাতি কাপ্তাই বনাঞ্চল এলাকায় বিচরন করে থাকে। তাই বন্যহাতির প্রতি হিংস্র না হয়ে তাদের সুরক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। এর আগে একটি
বর্ণাঢ্য র্যালি কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।