রবিবার, মার্চ ২৬News That Matters

রাজস্থলীতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৩ জন নিহত

শেয়ার করুন:

রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসী দলের দুপক্ষের বন্দুক যুদ্ধে ৩ জন নিহত হয়েছে। নিহতরা সবাই মগ পার্টির সদস্য বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯  টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার পাইতং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় রাতে টহল শেষ করে সকালে পাইতং পাড়া এলাকা নিজেদের আস্তানায় ফিরছিল মগ পার্টির সদস্যরা। ফিরার পথে পাহাড়ে লুকিয়ে অবস্থান করা সশস্ত্র সন্ত্রাসীরা মগ পার্টি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এ হামলার দায় কেউ স্বীকার করেনি। অন্যদিকে নিহতদের ব্যাপারে মগ পার্টির পক্ষ থেকেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে এখনো পুলিশ পৌছাতে পারেনি।এ ঘটনায় হতাদের সংখ্যা কত তাও জানা যায়নি। বিস্তারিত তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে।   বিস্তারিত আসছে…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *