রাঙামাটি কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতীর সোনালী রঙের অজগর সাপ অবমুক্ত করা হয়েছে ।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা কর্মচারীরা ধৃত ওই বিরল প্রজাতীর অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
এই সাপটির দৈর্ঘ্য ১৬ ফুট এবং এর ওজন প্রায় ২০কেজি হবে বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ।
তিনি জানান, গত সোমবার রাতে এ সাপটি কর্ণফুলী নদী হতে কাপ্তাই নতুনবাজার কার্গো টলির বসতঘরে প্রবেশ করে।
এ সময় স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে আমরা গিয়ে সাপটি উদ্বার করি। তিনি আরোও বলেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) ছালেহ মো.শোয়াইব খান এর, নির্দেশমতে আমরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করি।
এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন সহ কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 
         
                     
  







 
                                     
                                    








