কাপ্তাই উপজেলাধীন রাইখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে রাইখালী বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করাসহ জনসচেতনতায় লিফলেট বিতরণও করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা।