রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলার উন্নয়ন কাজের গতিশীলতা বাড়াতে হস্তান্তরিত বিভাগগুলোকে জেলা পরিষদের সাথে আরও সমন্বয় বাড়াতে হবে। জাতীয় এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদকে নিবিড়ভাবে সম্পৃক্ত করা না গেলে উন্নয়ন কাজে সমন্বয়হীনতা সৃষ্টি হবে। তিনি উন্নয়ন কাজ বাস্তবায়নে যেসমসস্ত বিভাগের আন্তরিকতা এবং অংশগ্রহণের অভাব রয়েছে সেগুলি কাটিয়ে ওঠে এলাকার সার্বিক কল্যাণে কাজ করার আহবান জানান।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, প্রিয় নন্দ চাকমা, বিপুল ত্রিপুরা, মোঃ আব্দুর রহিম, মোসাম্মৎ আছমা বেগম, নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাঃ শিবলী নোমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আরেফিন আজিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহজাহান, জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: এমরান হোসেন চৌধুরী, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোঃ অলিউর রহমান, তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, পর্যটন হলিডে কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়েব, হাস প্রজনন খামারের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর কালচারার অফিসার শোভিত চাকমা, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক ডাঃ পলি রাণী ঘোষ, সহকারী ব্যবস্থাপক বিসিক মোঃ ইসমাইল হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দীন, সরকারী গণগ্রন্থাগার সহকারী পরিচালক সুনীলময় চাকমা, পিগ ফার্মের সিনিয়র সহকারী পরিচালক কুসুম চাকমা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক ডা: তুষার কান্তি চাকমা, জেলা ভেটেনারী হাসপাতাল ভেটেনারী অফিসার ডা: মো: নাজমুল হক, টিভিআই এর প্রতিনিধি সহকারি শিক্ষক মোঃ সাব্বির আলম, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।