কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে( বিএসপিআই) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৫মে) ইনস্টিটিউটের সিভিল উড মিলনায়তনে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইঞ্জিয়ার আব্দুল আলীর সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার । আলোচনা সভায় বিশ্বকবি ও জাতীয় কবি নজরুল ইসলামের জীবনী ও উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন পংকজ দাশ(ইনস্ট্রাক্টর নন-টেক বিভাগ) ও ইকবাল হায়দার(ইনস্ট্রাক্টর কম্পিউটার বিভাগ)। অনুষ্ঠানে সংগীত,রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা ও পুুরস্কার বিতরণে ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানগণ ও উপস্থিত ছিলেন।