রাঙামাটির লংগদু উপজেলার সিনিয়র সাংবাদিক ওমর ফারুক মুছা গুরুতর অসুস্থ হয়েছেন।
শ্বাসকষ্ট, ডায়বেটিস ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল এ চিকিৎসা ধীন আছেন।
মুছা লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা, দৈনিক পূর্বদেশ পত্রিকা ও অনলাইন পোর্টাল পাহাড়ের খবরের উপজেলা প্রতিনিধি।
তার পারিবারিক সূত্র জানা যায়, শ্বাস কষ্ট ও ডায়বেটিস জনিত কারণে প্রথমে তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সর্বশেষ তথ্যমতে জানা যায়, চট্টগ্রাম মেডিকেলে ভতির পরও তার অবস্থার উন্নতি হয়নি।
ডাক্তারর কাল শনিবার সকাল ১০ টায় ডাক্তার তাকে দেখতে আসবেন।
এদিকে লংগদু থেকে মুছার সহকর্মী সাংবাদিক গোলামুর রহমান জানান, মুছার রোগ আরোগ্যলাভের জন্য স্থানীয় মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া পড়ানো হযেছে।