জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) উপজেলা বিশ্রামাগারের হল কক্ষে অনুষ্ঠিত সভায় জুরাছড়ি যুবলীগের সভাপতি রিকো চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা।
বিশেষ অতিথি সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি যুব লীগের সভাপতি ও রাঙামাটি পৌর সভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সহ-সভাপতি আশিষ কুমার চাকমা নব, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় রাঙামাটি যুব লীগের সভাপতি ও রাঙামাটি পৌর সভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, দেশের উন্নয়ন ও সম্প্রীতির সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। সভায় বক্তারা আরো বলেন দেশের উন্নয়নের ধারা অবহ্যত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত করে আওয়ামী লীগেকে শক্তি শালী করার আহ্বান জানানো হয়।