জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বাষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটি প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএম ইনষ্টিটিউট এর ভাইস প্রিন্সিপাল আনন্দ জ্যোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,রাঙামাটি এফপিএবি’র পরিচালক মুজিবুর রহমান দিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, দৈনিক রাঙামাটি পএিকার ব্যবস্থাপনা সম্পাদক ছুফিয়া কামাল, রাঙামাটি প্রেসক্লাবের সদস্য মোঃ হান্নান, মোঃ সোলায়মান, মোঃ ইয়াছিন রানা সোহেল ও মঈন উদ্দিন বাপ্পিসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিচার করতে হবে। ওই দিন ঘাতকেরা নির্মম ভাবে গোটা পরিবারকে চিরতরে শেষ করে দিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে পারি ও তার জীবনীর উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক মনসুর আহম্মদ মান্না। আলোচনাসভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন, জেলা ওলামালীগের সভাপতি মাওলানা ওসমান গণি।