জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নানা কর্মসূচী পালন করা হয়।
এইবছর দিবসটি প্রতিপাদ্য হলো ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক।
এদিন কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ র্যালী বের করা হয়। বর্ণিল সাজে র্যালিতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর সভাপতিত্ব এইসময় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থী শ্রেয়া চক্রবর্তী।
সবশেষে পুরস্কার বিতরণ এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।