পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্প টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়নের কোম্পানী পাড়া পাড়াকেন্দ্রে কোভিড-১৯ পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিশুদের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন ও শিক্ষা কার্যক্রমে শিশুদের ধরে রাখার নিমিত্তে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর সকাল ১০টায় মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১নং ক্লাস্টারের কোম্পানী পাড়া পাড়াকেন্দ্রে পাড়াবাসীদের নিয়ে কোভিড-১৯ পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিশুদের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন ও শিক্ষা কার্যক্রমে শিশুদের ধরে রাখার নিমিত্তে কমিউনিটি সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানী পাড়া পাড়াকেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি উত্তম কুমার দাশ।
এতে উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক উত্তম চাকমা ও রুবেল সাহা, মাঠ সংগঠক মোসাম্মৎ নার্গিস পারভীন, পাড়াকর্মী মিনুচিং মারমা, অংক্রাচিং মারমা ও ক্রাপ্রু মারমা প্রমুখ।
এ ছাড়া ডেপুয়া পাড়া পাড়াকেন্দ্রের সভাপতি নিঅং কার্বারী, আগ্য কার্বারী পাড়ার পাড়াকেন্দ্রের সভাপতি আপ্রুসি মগ, ওসমান পল্লী মডেল পাড়াকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এম. জুলফিকার আলী ভূট্টো ও অত্র পাড়া পাড়াকেন্দ্র পিসিএমসি কমিটির সদস্যসহ ৪০ জন উপকারভোগী পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পাড়াকেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ে শিশুর উপস্থিতি, শিশুর বিবাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা, শিশুকে শারীরিক শাস্তি দেওয়া, শিশুকে লজ্জা না দেওয়া, শিশুকে তিরস্কার না করা ব্যাপক আলোচনা করা হয়।