যোগাযোগ স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা রাঙামাটির উদ্যোগে ৩ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের দেবাশীষ নগরে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ সম্মাননা দেয়া হয়। সমাজ উন্নয়ন কর্মে অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন সংস্থাটির প্রধান উপদেষ্টা উদয়ন চাকমা, সমাজ সেবক হৃদয় রঞ্জন চাকমা অক্ষয় কুমার চাকমা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আনোয়ারা বেগম, সংস্থাটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসাইনন আবীর, সংস্থার ভাইস চেয়ারম্যান হাসান আরমান, অ্যাডভোকেট শহীদুল্লাহ, নলিনী রঞ্জন চাকমা মিলন বিকাশ চাকমা দীপ্তিময় চাকমা সাইফুল ইসলাম রেহানা আকতার সাইমা সুলতানা সাইফুল ইসলাম ও জান্নাতুল নুর।
সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারপার্সন অধ্যাপক ড. সাখাওয়াত উল্লাহ চৌধুরী। সভায় বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং সভায় তা অনুমোদন করা হয়। সভার শুরুতে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শাহাদাত উল্লাহ চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মাননা স্মারক প্রাপ্ত সমাজ সেবক ও সংস্থার প্রধান উপদেষ্টা উদয়ন চাকমা। তিনি বলেন- রাঙ্গামাটি এখনও উন্নয়ন কার্যক্রম থেকে অনেক পেছনে পড়ে রয়েছে। ঢাকায় একটি সুন্দর চমৎকার ভবনের টাকা রাঙামাটির পুরো জেলাতেই নাই।
সংস্থার চেয়ারপার্সন বলেন সম্প্রীতির রাঙামাটি ও পরিবেশবান্ধব রাঙামাটি গড়ে তুলতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। এক্ষেত্রে স্থানীয় মানুষের সহযোগিতা পাব বলে আমাদের বিশ্বাস।