শিক্ষা দিবস ২০২৩ উপলক্ষে ‘দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ৫℅ আদিবাসী শিক্ষা কোটা চালু, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, অবকাঠামো নির্মাণসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকমা, মারমা, ত্রিপুরা ভাষায় পাঠদানের কার্যক্রম শুরু হলেও শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগ না করার ফলে নামমাত্র কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সত্যিকার অর্থে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিশুরা মাতৃভাষায় পাঠদানের সুযোগ পাচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদে প্রাথমিক শিক্ষা হস্তান্তর করা হলেও মাধ্যমিক শিক্ষা হস্তান্তর যথাযথভাবে হয়নি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় আজ পাহাড়ে নারীদের ওপর নিপীড়নের মাত্রা বেড়েছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী গত কিছুদিন আগে ঘটে যাওয়া রাউজানের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। অথচ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
ছাত্র সমাবেশে পিসিপি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনেল চাকমার সঞ্চালনায় ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সভাপতি ম্রানু মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তঞ্চঙ্গা ওয়েলফেয়ার ফোরাম রাঙামাটি জেলা শাখার সভাপতি অলনা তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সভাপতি অংথুইচিং মারমা, পিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক টিকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য উলি সিং মারমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাক, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক মিলন চাকমা।