মজুরি বৈষম্য নিয়ে বিভ্রান্তিকর মামলা দায়ের করায় চন্দ্রঘোনাস্থ কেপিএম সিবিএ কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (৮ ডিসিম্বর) সন্ধ্যায়। কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ, সিবিএ’র উদ্যোগে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক।
শ্রমিক নেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ দুলাল মিয়া, আবুল কাশেম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ বদি আলম প্রমুখ। সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, গত সিবিএ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে কেপিএম ওয়ার্কাস ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ইমরান হাসান ও তার সমর্থকরা সরকারী বিভিন্ন দপ্তরে নির্বাচীত সিবিএ সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগ করে আসছে। এতে সিবিএ’র কার্যাক্রম সহ শ্রমিক- কর্মচারীদের দাবী-দাওয়া সংক্রান্ত কাজে বিঘ্নের সৃষ্টি হচ্ছে।
তেমনি সম্প্রতি প্রতিপক্ষ সংগঠনের সদস্য মোঃ মোসলেহ উদ্দিন শ্রমিকদের মজুরি বৈষম্য সংক্রান্ত বিষয়ে চট্টগ্রামস্থ শ্রম আদালতে একটি মামলা দায়ের করেন। যে মামলার কারণে শ্রমিকদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, শ্রমিক নেতা নুরুল ইসলাম রতন, আবদুল আজিজ, মোঃ তারেকসহ বিপুল সংখ্যক শ্রমিকবৃন্দ।