রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাঙামাটির সীমান্তবর্তী কাপ্তাই ৪১ বিজিবি এর অধিনস্থ দুমদুমিয়া এলাকা এবং বিলাইছড়ি জোনের আওতাধীন গবাইছড়ির থোমাপাড়া, গাছবাগানপাড়া, সাংগ্রাছড়ি, দুলাছড়ি নামক এলাকার প্রায় ১শত ১২ জন অসহায়, দুঃস্থ ও বয়স্ক মানুষকে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কাপ্তাই ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর সামিউর রহমান এই চিকিৎসা সেবা প্রদান করেন।
এইসময় রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম উপস্থিত থেকে উক্ত কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি ভবিষ্যতেও এই দুর্গম পাহাড়ী এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন বলে উপস্থিত স্থানীয় হেডম্যান, কারবারি ও এলাকাবাসীদের আশ্বস্ত করেন। উক্ত কার্যক্রমে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।