সারাদেশে ন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের দু’পক্ষের নেতা-কর্মীরা বুধবার সকালে ও বিকেলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি।
সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের নেতা মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে অর্ধশত নেতাকর্মীরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ দোয়া মাহফিল করে।
এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান।
এসময় খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপির) পক্ষ থেকে উপহার হিসেবে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করে নেতাকর্মীরা। সভায় ছাত্রলীগের সমন্বয়ক অপু চৌধুরী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল আড়াই টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের নেতা মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, আনন্দ রেলী ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।