রাঙামাটিতে সাংবাদিক হিমেল চাকমার লেখা ‘রাজবন বিহার সীমাঘর, বিতর্ক ও অনুসন্ধান’ নামে একটি অনুসন্ধানীমূলক তথ্যসমৃদ্ধ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইটি রোববার প্রকাশ করেছে ফুরোমোন প্রকাশনী।

সাংবাদিক হিমেল চাকমার লেখা ‘রাজবন বিহার সীমাঘর, বিতর্ক ও অনুসন্ধান’ বই।
এদিন বিকালে শহরের রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক পবন কুমার চাকমা। এছাড়া বিশিষ্ট আইনজীবী সুস্মিতা চাকমা, রাজীব চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পী চাকমা, রাঙামাটি পাবলিক কলেজের শিক্ষক কবি ও লেখক মুকুল কান্তি ত্রিপুরা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইন্ডিপেন্ডেট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকায় জেলা প্রতিনিধি লেখক উড়াল মনি ওরফে হিমেল চাকমা। শেষে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন লেখক ও অতিথিরা।