রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহার ও বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ৭ষ্ট তম আচারিয়া পূজা উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের প্রতি বছরের ন্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত রাজিন্দা ভিক্ষু,ভদন্ত জতিকা থের।
অনুষ্ঠানে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, পুলক বড়ুয়া,উক্যচিং চৌধুর, সদস্য সচিব হ্লাথোয়াইচিং মারমা, উঃ গাইন্দামালা মহাথের,ইন্দিয়া ভিক্ষু, উঃ ইউজারা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দগন গুরু ভান্তেকে দানীয় সামগ্ৰী দান করেন।