রাঙামাটির লংগদু উপজেলার দক্ষিণ রহমতপুর ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ রহমতপুর এলাকার সমাজ সেবক আলমগীর হোসেনের সার্বিক সহযোগিতায় বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ রহমতপুর এবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে পুরষ্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক ও মাওলানা মাইন উদ্দীনের পরিচালনায় এবং গাঁথাছড়া বায়তুশ শরফের সুপার মাওলানা ফোরকান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি, শিক্ষানুরাগি ও বিশিষ্ট সাংবাদিক এম কামাল উদ্দিন, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, দক্ষিণ রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ইউপি সদস্য মো.ইব্রাহিম, মো. কালাম মিয়াসহ মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ ইকবাল উদ্দীন বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় থাকলে, ছোট ছোট শিশুরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি মাদ্রাসার যে কোন বিষয়ে আপনাদের পাশে আছি এবং থাকবো।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় মেধাবী শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন।