বাঘাইছড়িতে নিজ অর্থায়নে একটি পাঞ্জেখানা মসজিদ (এবাদতখানা) তৈরি করে দিয়েছেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। নব নির্মিত এই এবাদতখানাটি বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়াডের এফব্লক এলাকায় তৈরি করে গ্রামের প্রয়াত এক শিক্ষক রফিক মাষ্টার এর নামে নামকরণ করা হয়েছে।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতে বাদএশা শুভ উদ্বোধন করেন বাটতলী দরকার শরীফের সজ্জাদানশিন আল্লামা সৈয়দ আবদুন নুর শাহ সাহেব।
উদ্বোধনী সভায় এবাদতখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরমোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এফ ব্লক বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আমিনুল হক সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ কাউসার উদ্দিন নূরী, খতিব কাচালং বাজার জামে মসজিদ। এছাড়াও ৭ নং ওয়াডের কাউন্সিলর পারভেজ আলী সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
নিজের টাকায় এবাদতখানা তৈরি করায় এসময় পৌরসভার মেয়র জমির হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসী।