রাঙামাটির কাপ্তাইয়ে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত দিনব্যাপী ওরিয়েন্টেশন রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচী এই ওরিয়েন্টেশন এর আয়োজন করে। এতে কাপ্তাই, রাজস্থলী এবং নানিয়াচর উপজেলার সমন্বিত উপবৃত্তি স্কিমভুক্ত ৪০ টি প্রতিষ্ঠানের প্রধান এবং আইসিটি শিক্ষক অংশ নেন।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ওরিয়েন্টেশন এর উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
কাপ্তাই উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এর সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ। ওরিয়েন্টেশনে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক তৌফিক এরফান, রাঙামাটি সদর উপজেলার সহকারী প্রোগামার ছৈয়দ মোঃ আজহার হোসাইন।