সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মাইনীমুখ বাজার ব্যবসায়ীদের নিয়ে দুর্যোগ প্রতিরোধ মূলক সচেতনতা সভা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ২৩, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদুতে মাইনীমুখ বাজার ব্যবসায়ীদের নিয়ে সকল দুর্যোগ প্রতিরোধ মূলক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বাজার প্রাঙ্গণে কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল এর সঞ্চলনায় ও সভাপতি আব্দুর রশীদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান, মাইনীমুখ বাজার চৌধুরী দেবো কুমার চাকমা, ব্যাবসায়ী কল্যাণ সমুতির সিঃ সহসভাপতি খায়রুল আলম সাজু, বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা এএলএম সিরাজুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন, বাজার কমিটির সহ সভাপতি জামাল উদ্দিন।

এসময় বাজারে সকল ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, অনাকাঙ্খিত অগ্নিকান্ড প্রতিরোধে নিজেদের সচেতনতা অধিক জরুরি। বাজারে যথেষ্ট পানির ব্যবস্থা সহ অগ্নিনির্বাপক সরঞ্জামদি হেফাজত করা এবং বাজার কমিটির সহযোগিতা নেওয়া প্রয়োজন।

বক্তারা বলেন, মাইনীমুখ বাজার হচ্ছে পার্বত্য এলাকার একটি সর্ববৃহত বাজার। এবাজারকে নানাবিধ ষড়যন্ত্র চলছে। দীর্ঘ সময় ধরে চলা মাইনীমুখ বাজার থেকে মুসলিম ব্লগ এলাকা পর্যন্ত রাস্তাটির কাজ শেষ করা হচ্ছে। রাস্তার ধূলাবালি, কংক্রিটের কারণে যানবাহে চলাচল মুশকিল হয়ে পড়েছে এলাকাবাসীর। রাস্তায় চলাচলের সময় এসব ধূলবালিতে জনসাধারণের বিভিন্ন অসুখ বিশুখ লেগপই আছে। এসব কারণে বিভিন্ন এলাকা থেকে পণ্য বেচা বিক্রির লোকজন মাইনীমুখ বাজারে না এসে আশে পাশে অঘোষিত বাজার থেকে নিত্য প্রয়োজনীয় মালামাল কেনা বেচা করছেন।

অপরদিকে বক্তারা আরও বলেন, লংগদুবাসীর দীর্ঘদিনের দাবী অনুযায়ী বাইট্টাপাড়া বাজারে পাশে একটি ফায়ার স্টেশন নির্মাণ করা হয়। দুঃখের বিষয় নির্মাণ কাজ শেষ হওয়ার ৬ মাস পার হলেও আজ পর্যন্ত এটিতে প্রয়োজনীয় গাড়ী ও সরঞ্জামাদি, লোকবল সরবরাহ না দেওয়ায় বাইট্টাপাড়া বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হল।

বক্তারা আগামী ৩১ জানুয়ারির মধ্যে যদি মাইনীমুখ বাজার – মুসলিমব্লগ পর্যন্ত রাস্তার কাজ শেষ না হয় এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে যদি বাইট্টাপাড়া ফায়ার স্টেশনে প্রয়োজনীয় গাড়ী, যন্ত্রপাতি ও লোকবল সরবরাহ না দেওয়া হয় তাহলে মানববন্ধন সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ার উচ্চারণ করেন।

শেষে মাইনীমুখ ইউপি সদস্য আবুল কাশেম’কে সভাপতি ও জিসান আহম্মেদ কে সাধারণ সম্পাদক করে মাইনীমূখ বাজার অগ্নিকান্ড প্রতিরোধ কমিটি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: