রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে খাদ্য গুদাম এলাকা এবং ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায় সোমবার (৬ ফেব্রুয়ারী) হতে ফের নবম ধাপে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এসময় লোকজনকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়।
এদিন রাইখালী ইউনিয়নে ১৩ শত জন নির্ধারিত কার্ডধারী এবং চন্দ্রঘোনা ইউনিয়নে ৮ শত ২২ জনকে টিসিবির পণ্য বিক্রি করা হয় বলে জানান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।
এসময় প্রতিজন কার্ডধারী তেল ২ লিটার, চিনি ১ কেজি, এবং ডাল ২ কেজি সর্বমোট ৪ শত ২০ টাকা করে ক্রয় করেন।
এদিকে সোমবার সকাল ১১ টায় রাইখালী ইউনিয়ন এর খাদ্য গুদাম এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন। এসময় টিসিবির ডিলার বির্দশন বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ২ নং রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম উপস্থিত ছিলেন।