বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের আওতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য দুই বছর সময়কালের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ যুব কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান কাজল তালুকদার, সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল ও ইউনিট লেভেল অফিসার মঈনুল ইসলাম পলাশের যৌথ স্বাক্ষরে কমিটিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদিত এই যুব কমিটির কার্যকাল গণনা হবে ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ২৯ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
অনুমোদিত কমিটিতে দেলোয়ার হোসেন তানভীরকে যুব প্রধান, মো. মেহেরাজ উদ্দীন শান্তকে উপ-যুব প্রধান (১) এবং মোহাম্মদ ফাহিম উদ্দিনকে উপ-যুব প্রধান (২) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে মো. নুরুল আমিন জুবায়েদ এবং উপ-বিভাগীয় প্রধান হিসেবে নিলা চাকমা দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান মো. শাকিল ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে আগ্রহী চাকমা দায়িত্ব পেয়েছেন।
আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে মো. জাহাঙ্গীর আলমকে বিভাগীয় প্রধান এবং ছকিনা আক্তার শাবনুরকে উপ-বিভাগীয় প্রধান করা হয়েছে। দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগে মো. সাজিদ হোসেন বিভাগীয় প্রধান এবং সোহেল দেওয়ান উপ-বিভাগীয় প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। স্বাস্থ্যসেবা বিভাগে মো. আব্দুল্লাহ বিভাগীয় প্রধান এবং জয়া চাকমা উপ-বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তহবিল সংগ্রহ বিভাগে দীপ্ত দে দ্বীপকে বিভাগীয় প্রধান এবং অসীমা চাকমাকে উপ-বিভাগীয় প্রধান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এই যুব কমিটির মাধ্যমে রাঙামাটি জেলায় মানবিক কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


















