“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা সদরে র্যালি এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, তরুণরা পারে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।