বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শেখ হাসিনার সরকার থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে- বীর বাহাদুর উশৈসিং

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে শুধু দেশে নয় পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের কোন এলাকা আর অন্ধকারে থাকবে না। এলাকার অন্ধকার দুর করতে যেসব এলাকায় বিদ্যুৎ নেয়া সম্ভব নয় সে সব এলাকায়  ঘরে ঘরে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রদান করা হবে।

এজন্য আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগগা ইউনিয়নে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দুর্গম এলাকার ১১৫ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ সোলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন বীর বাহাদুর।

বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, বর্তমান সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করছে। কিন্তু দুর্গমতার কারণে পার্বত্য চট্টগ্রামে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ ঘাটতি পুরণের সরকার পার্বত্য চট্টগ্রামে দুর্গম এলাকায় বিনামূল্যে সোলার বিতরণ করছে।

বীর বাহাদুর আরো বলেন, স্বাধীনতা পরবর্তী দেশে অনেক সরকার এসেছে কোন সরকারই পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীরভাবে ভাবেননি।

জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও বিচক্ষণতার কারণে পাহাড়ের সমস্যাকে চিহ্নিত করে কোন রক্তপাত ছাড়া সমস্যার সমাধান করা হয়েছে। কোন গুলি খরচ হয়নি। কোন প্রাণ হানী হয়নি।

গত ১৪ বছররের বর্তমান সরকার ক্ষমতায় থাকায় পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নে মানুষের ভাগ্যরও পরিবর্তন ঘটেছে। সড়ক যোগাযোগের পথ হওয়ায় মানুষ তাদের উৎপাদিত পণ্যর দাম পাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে সোলার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী  রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান,উন্নয়ন বোর্ডের সদস্য হারুন অর রশীদসহ আরো অনেকে।

পরে দুপুরে বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১০ কোটি টাকার নানিয়ারচর উপজেলার  ঘিলাছড়ি উপর পাড়া নিচ পাড়া সড়ক ও বেতছড়ির ঝিরিবিল পাড়ার ব্রীজ ও রাস্তা নির্মাণের দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন  করেন।

এর স্থানীয় পাড়াবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর বাহাদুর। পরে বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সেতু নানিয়ারচরের চেঙ্গি নদীর উপর নির্মিত চুনীলাল দেওয়ান সেতুটি পরিদর্শন করেন।

এ সময় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,  রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য হারুন অর রশীদ,জেলা পরিষদের সদস্য এলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীগের সিনিয়র নেতা চিংকিউ রোয়াজা, সন্তোষ কুমার চাকমা, জমির উদ্দিন, সাখাওয়াত হোসেন রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: