রাঙামাটি শহরের রাঙাপানির হ্যাচারি টু কালিন্দপুর সেতুটি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সেতুটি উদ্বোধন করেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা পরিষদের সদস্য ঝর্না খীসা উপস্থিত ছিলেন।
এ সময় দীপংকর তালুকদার বলেন, সেতুটি যথাযথ ব্যবহারের স্বার্থে সেতুর মুখে কালিন্দপুর অংশে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন।
আশা করছি যারা রাস্তার পাশে অবকাঠামো তৈরি করেছে তারা রাস্তার জন্য সেচ্ছায় জায়গা ছেড়ে দিবেন। যদি না নেয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সেতুটি নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানান দীপংকর তালুকদার।
সেতুটি উদ্বোধনের পর সেতুর এপাড় ওপাড় পায়ে হেটে পার হন দীপংকর তালুকদার।
১২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে রাঙামাটি জেলা পরিষদ সেতুটি নির্মাণ করে।
সেতুটি নির্মাণ হওয়ায় শহর থেকে রাঙাপানির দুরত্ব কমে এসেছে। আগে যেখানে রাঙাপানি থেকে রাঙামাটি শহরে আসতে ২০ মিনিট সময় লাগত সেখানে ৫ মিনিটে রাঙামাটি শহরে আসা যাচ্ছে।