রাঙামাটির কাপ্তাই উচচ বিদ্যালয়ে রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই থানা পুলিশ এর আয়োজনে এসময় ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
সচেতনমূলক সভায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান বলেন, কেউ ইভটিজিং এর স্বীকার হলে এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত ৯৯৯ অথবা ১০৯এ কল করবে। কল করার সাথে সাথে পুলিশ এর পক্ষ হতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আর তাও না হলে প্রধান শিক্ষকের সহযোগিতা নাও। আমরা তোমাদের সার্বিক সহযোগিতা করব।
এসময় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, পুলিশের উপ পরিদর্শক (এস আই) মোস্তাফিজুর রহমান,সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুন উর রশীদ, কাপ্তাই প্রেসক্লাবের সহ সভাপতি মো.কবির হোসেন, সদস্য অর্ণব মল্লিক সহ শিক্ষক ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।