বাঘাইছড়িতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গতকাল রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতা সহ আজ ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
দিবসটি পালনে প্রশাসন ও আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া ও
ফুটবল প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্ৰহকারী দল ও বিজয়ী- বিজিতাদের মাঝে পুরস্কার বিতরণ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিণির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা সহ পুরস্কার প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মারিশ্যা জোন কমান্ডার লেঃকর্ণেল শরীফ উল্লাহ আবেদ এসজিপি পদাতিক, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ, আব্দুস সবুর ও আজিজুর রহমান সহ বিশেষ অতিথি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র জমির হোসেন, সহকারী কমিশনার মাহফুজুর রহমান, ওসি ইশতিয়াক আহমেদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিশিষ্ট জনেরা।