রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় বুধবার (১২ জুলাই) সকাল ১০ টা হতে উপজেলার ৩ টি ভ্যেনুতে শুরু হয়েছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। যা চলে বিকেল ৫ টা পর্যন্ত।
এতে ২০২২ এবং ২০২৩ এ শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ার ৩০ টা ইভেন্টে ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নৃত্য প্রতিযোগিতা।
এদিকে এদিন সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এর সঞ্চালনায় এসময় উপজেলা কৃষি অফিসার মো: ইমরান আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, ইসলামিক ফাউণ্ডেশন কাপ্তাইয়ের ফিল্ড সুপারভাইজার নুরুন্নবী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রতিযোগী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।