জুরাছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকালে বনযোগীছড়া ইউনিয়নে এসব তুলে দেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে জুরাছড়ি ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ফটকে এসব তুলে দেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান ও উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় রাঙামাটি সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসালম খান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টটর ট্যাক কর্মকর্তা মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
শুকনো খাবারের মধ্যে ছিল চাল ১০ কেজি, ডাল ১কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি,তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১শ গ্রাম, হলুদের গুড়া ২শ গ্রাম ধনিয়ার গুঁড়া ১শ গ্রাম।