বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বন্যায়ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৭ আগস্ট ২০২৩, বরিবার সকালে বরকল উপজেলায় চার ইউনিয়নে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গ্রামীণ ফোনের সার্বিক সহযোগীয় ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের বাস্তবায়নে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সুবির কুমার চাকমা, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান, কার্য নিবার্হী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাপ্পা, ইকোসেক প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা রাসেল বনিক সহ রাঙামাটি রেড ক্রিসেন্টে ও বিলাইছড়ি উপজেলার যুব সদস্যরা সহ অন্যান্যরা।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৭.৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সুজি ৫০০ গ্রাম।
খাদ্য সামগ্রী পেয়ে উপকার ভোগীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও রাঙামাটি ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।