সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি উপজেলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনের উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ফটকে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ২০টি স্টল দেওয়া হয়। এতে স্ব স্ব দপ্তরে সেবা বিষয়ে উপস্থাপন করেন তারা।