সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বক্সার সুর কৃষ্ণকে সেনাবাহিনীর সংবর্ধনা

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
অক্টোবর ২৩, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট ২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমাকে জুরাছড়ি জোনের অদ্বিতীয় দুই এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকালে বনযোগীছড়া জোন সদর দপ্তরের হেলিক্যাপ্টার মাঠে এই সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
সংবর্ধনার একপর্যায়ে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা সংবর্ধিত হওয়ায় তিনি জোন অধিনায়ক তথা অদ্বিতীয় দুই সেনা সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বলেন, দেশের মুখ উজ্জল করে ভবিষ্যতেও তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সুর কৃষ্ণ চাকমা এখন শুধুই পাহাড়ের নয়, সে এখন দেশের উজ্জ্বল নক্ষত্র। দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বী কঠিন চীবর দান অনুষ্ঠানের কারণে উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানের বিলম্বিত হচ্ছে। উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি সংবর্ধনা অনুষ্ঠানে দ সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এছাড়া তার মা ও বাবাকে জোনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমসহ সেনা বাহিনী পদস্থ কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুর কৃষ্ণ রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের রাস্তার মাথা গ্রামে ১৯৯৫ সালে ১২ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন।
সুর কৃষ্ণ চাকমার বয়স যখন ১৩ বছর তখন তার বাবা জ্ঞান চাকমা মারা যান। সুর কৃষ্ণের মা সারনা চাকমা তাকে লালন পালন করেন।
২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি হন সুর কৃষ্ণ চাকমা। সেখানে বক্সার হবার সিদ্ধান্ত নেন সুর কৃষ্ণ।
বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার হিসেবে ২০১৮ সালে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ বক্সার আলী জ্যাকোর হাত ধরে তার বক্সিংয়ে যাত্রা শুরু।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট শিরোপা জিতেছেন সুর কৃষ্ণ চাকমা।
পেশাদার বক্সিংয়ে নাম লেখানোর পর এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে সবগুলোতেই অপ্রতিদ্বন্দ্বী রাঙামাটি থেকে উঠে আসা এই বক্সার। নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে ৮ রাউন্ডে হারিয়ে তিনি এ গৌরব অর্জন করেন।
এই প্রফেশনাল বক্সার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর শেষ করেছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ইউএনও কাপ্তাইয়ের মুনতাসির জাহান

কাপ্তাই হ্রদে চর, বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী / জুরাছড়িতে মাল্টি-স্টেকহোল্ডারদের সমম্বয় সভা

লংগদুর তিনটিলা সরকারী প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

রাঙামাটি হোটেল মালিক সমিতির সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

দেশ বিরোধী নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ 

গুইমারাতে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

পহেলা মার্চ থেকে মোবাইল ডাটার মেয়াদ থাকছে না

কাউখালীতে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় সভা করলেন দীপংকর তালুকদার

%d bloggers like this: