বিলাইছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুই দিনব্যাপী অনুষ্ঠানে সকাল১০ঃ০০ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিএসআইআর)- এর আয়োজনে,উপজেলা প্রশাসনের সহযোগিতার এই সেমিনার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পরে এক সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন-উপ পরিচালক (প্রশাসন) বেনজির আহাম্মেদ,সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ সাদেকুল আজম ও সাইন্টিফিক অফিসার আশরাফুল আলম, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র পাল সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা,এতে সেমিনারে আটটি স্থল অংশ গ্রহন করতে দেখা যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া।
মূলতঃ প্রান্তিক পর্যায়ে মানুষকে লাগসই প্রযুক্তি বিষয়ে সম্যক ধারণা দেওয়াই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।