রাঙামাটি জুরাছড়ি উপজেলায় “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার।” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, চার ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।