রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অভিযানে সংরক্ষিত বনাঞ্চল হতে অবৈধভাবে পাচার কালে ১ শত ৫ ঘনফুট জ্বালনিকাঠ আটক করা হয়েছে। সেই সাথে কাঠ পাচারকালে পিক আপ জব্দ করা হয়েছে।
গত সোমবার( ২৫ মার্চ) সন্ধ্যায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের একটি টহলদল অভিযান চালিয়ে পাচারকালে কারিগর পাড়া হতে জ্বালানি কাঠসহ পিক আপ (চট্টগ্রাম -ক ৫৮২৯)জব্দ করেন।
রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, অভিযানে তিনছড়ি বিট কর্মকর্তা শফিউদ্দিন মজুমদার, বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো.লতিফ সহ বন বিভাগের কর্মীরা সহায়তা করেন।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো.নুরুল ইসলাম বলেন, টহল অভিযান অব্যাহত থাকবে।