নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুল জলিলকে অপহরণ ও মারধরের ঘটনায় ২জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন-বরকল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী ও ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর।
বৃহস্পতিবার তারা ২ জন রাঙামাটি দায়রা ও জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’কর্মসূচি প্রকল্পের ৪০দিনের কর্মসূচির ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনের করা সুবিধাভুগীদের নামের তালিকা নিয়ে প্রতিবাদ করায় গত ২ মার্চ বিকালে ভূষণছড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার আবদুল জলিলকে তুলে নিয়ে মারধর করা হয়।
এ ঘটনায় জলিল মেম্বার জানান, গত ৭ মার্চ বরকল থানায় অভিযোগ দেন। এ অভিযোগে মোঃ আবু ছায়েদ মেম্বারসহ ৮-১০ জনকে আসামী করেন জলিল। তাদের মধ্যে নুর নবী ও জাহাঙ্গীর আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে। বাকি আসামীরা পলাতক আছেন।