আগামী ৮ মে প্রথম ধাপে রাঙামাটির সদর উপজেলার নির্বাচন। নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী।
চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাঙামাটি সদর উপজেলা নির্বাচনে অধিকাংশ প্রার্থীকে হেভিওয়েট প্রার্থী বলছেন ভোটাররা।
চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী অন্ন সাধন চাকমা (দোয়াত কলম), জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বিপ্লব চাকমা,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য ও জাতীয় পার্টির জেলা মহিলা সভাপতি সুফিয়া কামাল ঝিমি। এ পাঁচ প্রার্থীর মধ্য চায়ের টেবিলে আলোচনা হচ্ছে অন্ন সাধনের নাম, পঞ্চানন ভট্টাচার্য, বিপ্লব চাকমা এবং শাহজাহানের নাম।
পঞ্চানন ভট্টাচার্য্য ছাত্র জীবনে ছাত্রলীগ রাজনীতিতে জড়িত ছিলেন। ১/১১ সময় রাজপথে ছিলেন এ তরুণ নেতা। আওয়ামীলীগ রাজনীতির পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের কাছে আস্থার নাম পঞ্চানন।
অন্যদিকে শাহজাহানও জনপ্রিয়তার পেছনে নেই। আওয়ামীলীগের অনেক শীর্ষ নেতার আশীর্বাদ আছে শাহজানের মাথার উপর। অনেক ভোট পাবেন শাহজাহান।
একি অবস্থা এড বিপ্লব চাকমার। বর্তমান এমপি দীপংকর তালুকদারের এক আস্থাভাজন এড বিপ্লব চাকমা। আওয়ামালীগ অনুসারী তিন প্রার্থী শাহজাহান পঞ্চানন বিপ্লব প্রশ্নে ভোট কাকে দিবে দীপকংকর ? এ প্রশ্নের সহজ উত্তর হবে বিপ্লবকে ভোটটি দিবেন দীপংকর তালুকদার। কারণ আইনী সব কাজে বিপ্লবকে কাছে পান দীপংকর তালুকদার।
এ তিন হেভিওয়েট প্রার্থীর ভিড়ে জয় ছিনিয়ে নিতে পারে মিতভাষী হিসেবে পরিচিত অন্ন সাধন চাকমা। কোন রাজনীতি দলের মাঝে নাম নেই অন্ন সাধণের।
তবে তিনি পাবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমার আশীর্বাদ। অন্যান্য আঞ্চলিক দলের আশীর্বাদও পাবেন এ সাধন। সে ক্ষেত্রে তার নাম আলোচনার টেবিলে।
ভাইস চেয়ারম্যান পদে পলাশ কুসুম চাকমা, চন্দ্রজিৎ দেওয়ান, জেলা যুবলীগের নেতা দয়াময় চাকমা টুক্কে, বর্তমানে ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা,জেলা যুবলীগের নেতা মো: মনিরুল ইসলাম ও মো: রিদওয়ানুল হক সেলিম। পুরুষ ভাইস চেয়ারম্যানের মধ্যে দয়াময় চাকমা টুক্কে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সমর্থন পাবে অন্যদিকে পলাশ কুসুম চাকমা পাবে আঞ্চলিক দলের সমর্থন। নির্বাচনী প্রচারণায় সেটাই দেকা যাচ্ছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাবেক ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের নাসরিন ইসলাম, মনিকা আক্তার। বিভিন্ন কর্মকান্ডের কারণে দলের ভিতর ও দলের বাইরে আলোচিত নাম নাসরিন আক্তার ও মনিকা আক্তার। এদের কর্মকান্ডে বিব্রতকর অবস্থায় পড়ে আওয়ামীলীগ। নির্দলীয় এ নির্বাচনে দুই আক্তারের ভিড়ে সুবিধানক অবস্থানে আছেন রিতা চাকমা। রিতা পাবেন সন্তু লারমার আশীর্বাদ এছাড়া পাবেন আওয়ামীলীগ বিএনপির সমর্থনও।
রাঙামাটি সদর উপজেলায় মোট ভোটার রয়েছেন ১লাখ ১১ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৬৬৪ জন,মহিলা ৪৭ হাজার ৫৩৩ জন। এর মধ্যে রাঙামাটি পৌর সভায় ভোটার রয়েছেন প্রায় ৬৫ হাজার।