তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান ও প্রো বেটার লাইফ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার প্রফেসর রনজ্যোতি চাকমা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আট মাসব্যাপী কোর্সের প্রথম ধাপে ২০ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে।