হিমেল চাকমা, রাঙামাটি।
পদোন্নতি প্রদান,বেতন ভাতা উন্নতিকরণের দাবীতে রাঙামাটি জেলা সকল উপজেলা প্রশাসনের কর্মচারীরা কর্ম বিরতি পালন করছে।
বুধবার সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে আব্দুল আলী মঞ্চে অবস্থান নিয়ে কর্ম বিরতি করে জেলা প্রশাসনের কর্মচারীরা।
কর্ম বিরতির কারণে মোবাইল কোর্ট, পত্র, ফাইল স্থানান্তর, ভুমি, নেজারতসহ প্রশাসনের সকল কার্যক্রম স্থগিত রয়েছে। এ কারণে দুর দুরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা দুর্ভোগে পড়েছেন।
রাঙামাটি জেলা কালেক্টর সহকারী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, সরকার বিভিন্ন সময় আমাদের পদোন্নতি বেতন ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। তার প্রতিবাদ ও দাবী বাস্তবায়নের দাবীতে সারা দেশে একযোগে কর্ম বিরতি পালন করা হচ্ছে। এ কর্মসুচি টানা আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে। দাবী মানা না হলে এ কর্মসুচি আরো বৃদ্ধি করা হবে বলেন মনিরুল ইসলাম।