রাঙামাটি পৌরসভা কার্যালয়ের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে ব্যবসা করা দখলদারের তিনটি বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার(৯ সেপ্টেম্বর) দিনব্যাপি উচ্ছেদ কার্যক্রম চালান পৌর কর্তৃপক্ষ। সকাল থেকে পেীরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রমিকরা এসব স্থাপনা উচ্ছেদ করতে শুরু করেন। এসময় মাচাংঘরের আদলে টিনের চালার তৈরি দুটি দোকান ও একটি পরিত্যক্ত রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়। তবে এসময় দখলদারদের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েক বছর আগে রাজনৈতিক বিবেচনায় সদ্য সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর কাছ থেকে তিনশ’ বর্গফুট আয়তনের একটি প্লট নামমাত্র মূল্যে বাৎসরিক বরাদ্দ নেন জনৈক মনিকা আক্তার।সেখানে একটি মাচাং রেস্টুরেন্ট নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম চালান।কিন্তু ভাড়া পরিশোধ না করে আরও দুটি দোকান নির্মাণ করে স্থানীয়দের কাছে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিলেন। বরাদ্দের শর্ত ভঙ্গ ও আরও দুটি দোকান নির্মাণ করায় বরাদ্দ বাতিল করে স্থাপনা সরিয়ে নিতে দফায় দফায় নোটিশ দেওয়া হলেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে উচ্ছেদ করতে পারেনি পৌর কর্তৃপক্ষ।
সর্বশেষ আজ রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ও পৌর প্রশাসক নাসরীন সুলতানা এই উচ্ছেদ কার্যক্রম চালান।