পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) রাঙামাটি জেলা শাখার আওতাধীন লংগদু উপজেলা শাখার ইফতার মাহফিল উপলক্ষে ২৪ শে মার্চ সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে।
উক্ত ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভা পিসিসিপি লংগদু উপজেলা শাখার সভাপতি মো: সুমন তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেন এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মো: ফেরদৌস ওয়াহিদ। পিসিসিপি চট্টগ্রাম মহানগর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, পিসিসিপি সাবেক লংগদু উপজেলা সভাপতি মো: দেলয়ার হোসেন, জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক মো: কামরুল হাসান কাদের, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ন সম্পাদক মো: মহিবুল্লাহ (নুহাস), জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি আমিনুর রশিদ,ছাত্র শিবির লংগদু উপজেলা সভাপতি নবী হোসেন, লংগদু উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ফিরোজ মাহমুদ,পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: খালিদ রেজা, প্রমুখ।
এসময় পিসিসিপি লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, কোন বিশেষ সম্প্রদায় সকল ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবে আর অন্যরা নিদারুন বৈষম্যের শিকার হবে, তা বাংলাদেশের মহান সংবিধানের ৪টি মূলনীতি-সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এর পরিপন্থী। সর্বোপরী মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের চেতনায় সকল নাগরিকের সমঅধিকার রক্ষা, বৈষম্য নিরসন ও সুযোগের সমতা নিশ্চিতের মর্মার্থকে ব্যাহত করে। দীর্ঘ দিন ধরে চলে আসা এসব বৈষম্যের কারণে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিদ্বেষ, অনাস্থা, হানাহানী দিনদিন বেড়েই চলেছে। সার্বিক বিবেচনায় উচ্চশিক্ষা ও চাকরিতে সঠিক ভাবে কারা অনগ্রসর তা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার করা একান্ত প্রয়োজন।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বঞ্চিত, নিপীড়িত, প্রান্তিক, অনগ্রসর বাঙালি জনগোষ্ঠীকে পিছনে রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কোন দিন সার্থক হবে না। ক্ষুধা ও দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত দেশ গড়তে বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমান অধিকার প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান পিসিসিপি নেতৃবৃন্দরা।
উক্ত ইফতার মাহফিল দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।