বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবেতর জীবন যাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ৪, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা। রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায় হুইল চেয়ারে বসা ষাটোর্ধ এক নাম-পরিচয় বিহীন বৃদ্ধ। এই প্রতিবেদক তাঁর সাথে অনেকবার কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন। নানা অসুখে নিদারুণ মানবতার জীবন যাপন করছেন। শরীরে বিভিন্ন স্থানে উপশমের চিহ্ন। নেই কোন পরিবারের সদস্য নেই কোন আত্মীয় স্বজন। শুধুমাত্র স্থানীয় জনগণ, গাউসিয়া কমিটি, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সমাজসেবা অফিসের সহায়তায় কোন রকমে বেঁচে আছেন বৃদ্ধ এই লোকটি।

এসময় দেখা যায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো: হেলাল উদ্দিন এবং তাঁর সহধর্মিণী মোছাম্মদ হামিদা বেগম অসহায় বৃদ্ধ এই লোকটির সেবা করছেন এবং খাবার দিচ্ছেন।

কথা হয় মো: হেলাল উদ্দিন এর সাথে। তিনি বলেন, গত ৬ দিন আগে কে বা কাহারা লোকটিকে হাসপাতালের জরুরী বিভাগে রেখে চলে যান। একদিন পর সন্ধ্যার দিকে খবর পেয়ে আমি ছুটে আসি। দেখি লোকটা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে প্রশ্রাব পায়খানা করে ভরে ফেলেছেন। দূর্গন্ধে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের সব রোগীরা চলে যান। এরপর আমি এবং আমার সহধর্মিণী সহ লোকটিকে হাসপাতাল হতে নীচে নামিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে গোসল করালাম। তারপর হাসপাতাল চত্বরে গার্ড রুম পরিস্কার করে মশারি টাঙিয়ে রাতে থাকার ব্যবস্থা করি। গত ৬ দিন ধরে আমরা তাঁর সেবা করছি, নিয়মিত খাবার দিচ্ছি, পায়খানা প্রশ্রাব পরিস্কার করছি। এই পর্যন্ত তাঁর কোন ওয়ারিশ পাই নাই।

মো: হেলান উদ্দিন এর সহধর্মিণী মোছাম্মদ  হামিদা বেগম বলেন, গত এক সপ্তাহে ধরে আমি এবং আমার সহধর্মিণী লোকটির সেবা শুশ্রূষা করে আসছি। লোকটার কেউ নেই।

কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক মো: আরাফাত হোসেন এর সাথে এইসময় দেখা হয় হাসপাতালে চত্বরে। তিনি  বলেন, উক্ত অজ্ঞাত ব্যক্তিটির সংবাদ শীলছড়ির বাসিন্দা সুমন রায়হানের মাধ্যমে যখন আমার কাছে আসে, তখন আমি এলাকার ছাত্র ও যুবকদের সহায়তায় এবং কাপ্তাই ইউএনও অফিসের কর্মচারী হেলাল উদ্দিনকে সাথে নিয়ে লোকটিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যায়। তখন লোকটির অবস্থা খুবই মুমূর্ষু ও দূর্গন্ধ যুক্ত ছিল। যার ফলে হাসপাতালের সাধারণ রোগীরা বেডে অবস্থান করতে না পেরে বারান্দায় বিভিন্ন ফ্লোরে অবস্থান করে। এ বিষয় আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে, সবার সহায়তায় লোকটিকে পরেরদিন হাসপাতাল থেকে নিচে নামিয়ে পরিষ্কার করি এবং হাসপাতালের নিরাপত্তা প্রহরীর কক্ষে তাকে রাখার ব্যবস্থা করি। ওনার পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়ান গাউসিয়া কমিটি বাংলাদেশ, সাধারণ শিক্ষার্থী, এলাকার যুবসমাজ, এলাকার সাধারণ মানুষ, সমাজ সেবা অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ। সকলের সহায়তায় আমরা একটি ছোট ফান্ড কালেক্ট করে ব্যয় নির্বাহ করছিলাম। কিন্তু অজ্ঞাত ব্যক্তিটির দৈনন্দিন খরচ এবং চিকিৎসা সামগ্রী অনেক ব্যয় বহুল বিধায় আর্থিক সহযোগিতা এবং পরিবারের সদস্যের খুঁজে দিতে সবার সহযোগিতা  কামনা করছি । যোগাযোগ এবং সহায়তা পাঠানোর নম্বরঃ এম.কে.এ.সুমন ০১৮৮৩৩৪৫২৯২ (বিকাশ/নগদ)।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, গত সপ্তাহে কে বা কারা বৃদ্ধ লোকটিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে চলে যান। আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করি। একবার জিজ্ঞেস করেছি আপনার নাম কি।  তখন তিনি বললেন আমার বাড়ি নোয়া পাড়ায়। আমার নাম মহরম আলী। এরপরে উনি আর কথা বলতে পারছে না। পরে উনাকে হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ভর্তি করে দেই। কিন্তু লোকটার অবস্থা এতই খারাপ যে, হাসপাতালের বেডে তিনি পায়খানা প্রশ্রাব করছেন। পরবর্তীতে উনাকে আমরা হাসপাতাল চত্বরে গার্ড রুমে থাকার ব্যবস্থা করি। তবে উনার কোন ওয়ারিশ এসে উনাকে নিয়ে গেলে ভালো হতো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও জাগির পাড়া সড়কে জলাবদ্ধতা, পানি বন্দি হাজারো মানুষ!

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আলাউদ্দিনের বিরুদ্ধে ভেদভেদি মসজিদ কমিটির সংবাদ সম্মেলন

শেখ হাসিনার অর্জন বাংলাদেশের জন্য পৃথিবীতে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে-অংসুইপ্রু চৌধুরী

রাঙামাটিতে ৩ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের কাজ শুরুই হয়নি, ভুয়া বিলে উত্তোলণ ১০ লাখ টাকা

ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহালছড়িতে দোয়া ও মোনাজাত

নানিয়ারচরে বেঁকে  যাওয়া বিদ্যুতের খুঁটির আতঙ্কে স্থানীয়রা

কাপ্তাই হ্রদে পানি কমায় / জুরাছড়িতে নৌ যাত্রীদের চরম ভোগান্তি 

খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ

error: Content is protected !!
%d bloggers like this: