নানিয়ারচর প্রতিনিধি।
রাঙামাটির নানিয়ারচরে যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাক এনজিও সংস্থার উদ্যোগে সভাটির আয়োজন হয়।
সভায় যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কীভাবে ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, তামাকের সঙ্গে যক্ষ্মার সম্পর্ক,রোগ শনাক্তকরণ ও করণীয়, , যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা ব্রাক কর্মকর্তা জেপলিন চাকমার সভাপতিত্বে, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা,ইউপি সদস্য নমিতা চাকমা,সাংবাদিক মেহেরাজ হোসেন সুজন ইউপি সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, হেডম্যান, কার্বারীরাগন উপস্থিত ছিলেন।